বগুড়ায় তিন হত্যা মামলার আসামী আলিম গ্রেফতার

আপডেট: December 8, 2024 |
inbound8451307213648282882
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তিনটি হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

০৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি তিন হত্যা মামলার আসামী আলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোলা ইউপির সাবেক চেয়ারম্যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির অফিসার ইনচার্জ মুস্তাফিজ হাসান।

বগুড়া ডিবির অফিসার ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়িয়াল নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৩টি হত্যা মামলা আছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর