১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ

আপডেট: December 11, 2024 |
inbound6297832314382619086
print news

এক দশক পর চরম ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে ফেলে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শাই হোপের দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল।

ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ।

তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন। এক প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন।

রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ও ইভিন লুইস ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয় ক্যারিবীয়দের।

লুইস ৬২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৯ রান করে ফেরেন। কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। এ ছাড়া কেসি কার্টি ৪৫ রান যোগ করেন। অধিনায়ক হোপ ১৭ ও রুদারফোর্ড ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Share Now

এই বিভাগের আরও খবর