শহীদ বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা

আপডেট: December 14, 2024 |
inbound1257377475705996220
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষক রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রথমে এক মিনিট নিবরতা পালন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. জসীম উদ্দিন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।

মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে।

বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

Share Now

এই বিভাগের আরও খবর