বগুড়ায় চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট: December 15, 2024 |
inbound4735517567660328149
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

১৪ ডিসেম্বরে (শনিবার) দিবাগত রাতে বগুড়া শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড়ে বেক্সটার ফার্মার এর সামনে ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ পিস্তল,একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর