যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া : সিয়াম

আপডেট: December 19, 2024 |
boishakhinews 30
print news

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সিয়াম বললেন, “আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া।”
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ দিন অনুষ্ঠানে শাকিবসহ আরো উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, শবনম ফারিয়া, দীঘি প্রমুখ।
সিয়াম আহমেদ বলেন, “বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার যারা, সিনেমা নিয়ে ভাবেন যারা সিনেমাকে ওন করেন, যেভাবে শাকিব ভাই তার সিনেমাগুলোকে ওন করেন। তা ছাড়া আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া। কোনো না কোনোভাবে কথা বলার সময় শাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি।”

“এই ঈদে আমরা ভালো কিছু সিনেমা দেখতে পাব। যখন হাইপ তৈরি করা সিনেমাগুলো আসে; পাশাপাশি শাকিব ভাইয়ার সিনেমার সঙ্গে অন্যদেরও সিনেমা আসে, এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।” বলেন সিয়াম।
শাকিব খানের সিনেমা দেখার জন্য আগ্রহী দর্শক। এ তথ্য উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, “দর্শকরা শাকিব ভাইয়ার সিনেমা দেখার জন্য উৎসাহী। বড়ভাইকে (শাকিব) একটু আলাদাভাবে শুভকামনা জানাতে হবে এটা প্রাপ্য, এটা আমাদের ভালোবাসা। আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী ঈদুল ফিতরে মেগা ব্লকবাস্টার আসছে।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়া অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া, ‘বরবাদ’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Share Now

এই বিভাগের আরও খবর