জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু


জয়পুরহাট প্রতিনিধিঃ দেশের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬২ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের সচিব আনোয়ার কবীর ও বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের চীফ সিপিই কৃষিবিদ গিয়াস উদ্দীন।
আনুষ্ঠানিক ভাবে আখ মাড়াই উপলক্ষে চিনিকল চত্ত্বরে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সাধারন সম্পাদক খাজা নাজিমুদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারন সম্পাদক আহসান হাবীবসহ অন্যান্যরা।
এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৫ মেট্রিক টন। মিলটির আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুক্রবার শুরু হলে তা আগামী দেড় মাস চলানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গত বছরের চেয়ে এবার আখের দাম বাড়ানো হয়েছে।
আখের দাম ২ থেকে ৩ দিনের মধ্যে পরিশোধ করা হচ্ছে। গত মৌসুমে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা দরে আখ কেনা হলেও এবার মিলগেটের বাইরে ৫৮৭ টাকা এবং মিলগেটে ৬০০ টাকা দরে কেনা হবে।
এতে কৃষকরা আখ চাষে আরও উদ্বুদ্ধ হচ্ছেন। গত কয়েক বছরের চেয়ে আমরা আখ মাড়াই বাড়াতে সক্ষম হয়েছি।
আখচাষিদের বিভিন্ন প্রশিক্ষণ, প্রণোদনা, ঋণ সহায়তার পাশাপাশি সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করছি। তবে আমরা আশা করছি, চিনিকলটি এবার ঘুরে দাঁড়াবে।