শ্মশান থেকে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট: December 21, 2024 |
inbound3505828876954804906
print news

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ চন্দ্র দাস নামের এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

আজ শনিবার সকালে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্মশানের অন্য কর্মচারীরা।

নিহত তরুণ চন্দ্র দাস (৫৫) শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালীপদ দাসের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন।

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, শনিবার সকালে মহাশ্মশান মন্দিরেরর সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সত্যনারায়ণ রায় টিপু বলেন, ‘মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা ছিল। সম্ভবত তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে গেছে।’

নিহতের ভাই পলান দাস বলেন, তার ভাই তরুণ দাস মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর বাড়ি থেকে আলাদা থাকতো। সে কিছুদিন ধরে কাশিমপুর মহাশ্মশানেই থাকতো।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মহাশ্মশান থেকে একজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মহাশ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পাওয়া গেছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর