বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: December 23, 2024 |
inbound2047366708473733775
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ৩২ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় রংপুর- ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ৩২ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত- আব্দুল খালেকের ছেলে মোঃ নুর জামাল এবং একই এলাকার আজিজুল হকের ছেলে মোকসেদুল।

এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,শনিবার রাত সাড়ে ১১ টার সময় রংপুর-ঢাকা মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় একটি যানবাহন তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর