বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি তুষার, মহাসচিব কনক

আপডেট: December 23, 2024 |
Screenshot 2024 1223 133124
print news

কুয়াশা ভেদ করে উঠেছে অনেক গুলো নতুন সূর্য। এরা নিজেদের জ্বালিয়ে বাংলাদেশ সহ সাড়া পৃথিবীর ফটোগ্রাফিকে করবে আলোকিত।রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আকাশ করবে উজ্জ্বল। বিশ্ব বরেণ্য আলোকিত সব ফটোগ্রাফারদের নিয়ে হয়েছে এবারের নব-নির্বাচিত বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির কমিটি ।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি জানায়, ২০২৫-২০২৭ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এন ইউসুফ তুষার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মোঃ জাকিরুল মাজেদ কনক।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আলম বাদল ও খন্দকার মফিজুল ইসলাম, যুগ্ম মহাসচিব বাদল চন্দ্র সরকার,মোঃ আসহাবুল হক নানু কোষাধ্যক্ষ, মোঃ শামছুল হক সুজা সাংগঠনিক সচিব, মোঃ মাহাবুবুর রহমান সুজন প্রদর্শনী সচিব, আন্তর্জাতিক বিষয়ক সচিব প্রতাপ শেখর মোহন্ত, শিক্ষা ও যোগ্যতা সচিব এ টি এম মশিউর রহমান পারভেজ, প্রকাশনা সচিব পবিত্র কুমার মোদক,নাসির খান আইটি সচিব, জুবায়দা নাজনীন চৌধুরী প্রচার সচিব, নির্বাহী সদস্য আশফাক আহমেদ (সাবেক সভাপতি), আবু সাইদ ইলিয়াস ও মোঃ সোলাইমান (মানিক) নির্বাচিত হন ।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ আমিরুল ইসলাম জুলিয়াস। সদস্য হিসেবে ছিলেন মোঃ মোবারক হোসেন ও জিয়াউল হক।

নতুন নির্বাচিত এই নির্বাহী পরিষদ ২০২৫-২০২৭ মেয়াদে তাঁদের দ্বায়িত্ব পালন করবে।

Share Now

এই বিভাগের আরও খবর