ট্রেনের দরজা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট: December 25, 2024 |
inbound3802000914570311237
print news

ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজার জায়গায় বসেন আহাদুল ইসলাম শিহাব।

রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব।

খাইরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর