বিপিএলের টিকেট না পেয়ে বিসিবির গেইটে দর্শকদের বিক্ষোভ

আপডেট: December 29, 2024 |
inbound449934992560975274
print news

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। কিন্তু একদিন আগেও দেখা নেই টিকিটের। ফলে টুর্নামেন্ট শুরুর আগের দিন মিরপুরে দেখা গেছে ঝামেলা।

রোববার (২৯ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে দর্শকদের। এ সময় টিকিট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন দর্শকরা।

বিসিবির এক নম্বর গেইটের সামনে টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

সমর্থকরা বলেন, ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।

এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। অবশেষে বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে।

সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর