টাঙ্গাইলে রাতে গুঁড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল

আপডেট: December 31, 2024 |
inbound6967062139134062216
print news

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধা‌রে ভেকু দি‌য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল গুঁড়িয়ে দেয়া হ‌য়ে‌ছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়েছিল ওই ম্যুরালে। তাতে ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হল।

উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ ভেকু দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলে।

তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না।

রাতে যোগাযোগ করা হলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

Share Now

এই বিভাগের আরও খবর