রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট: January 2, 2025 |
inbound1218961065668752289
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ওয়াকাথন ও মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

২ রা জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

“নেই পাশে যার, সমাজসেবা আছে তার’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে উপজেলা কার্যালয়ের চত্ত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়।

ওয়াকাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নুর আলিফ।

এসময় জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, জামায়াতের সাধারণ সম্পাদক রজব আলী , ছাত্র সমন্বয়ক তারেক মাসুদ, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব আহ্বায়ক ছবি কান্ত দেবসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।

সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর