জাবিতে মাদক দ্রব্য বহন ও সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট: January 2, 2025 |
inbound4101423750999601961
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন (৩ জন ছাত্র ও ১ জন ছাত্রী) শিক্ষার্থীর কাছে মাদক দ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত ছাত্ররা হলেন ৪৮ তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন, সিএলসি বিভাগের ৫১ তম আবর্তনের মো. শিপন হোসেন ও সতীর্থ বিশ্বাস বাঁধন।

এ বিষয়ে অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সুপারিশসহ ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১.০০টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পূর্বদিকে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রীর সাথে বহিরাগত ২ জন ছাত্রীর একটি গ্রুপ মাদক (অ্যালকোহল) পানরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে।

দ্বিতীয় আরেকটি গ্রুপ পূর্বে উল্লিখিত স্থানেই এক লিটার অ্যালকোহলসহ এই বিশ্ববিদ্যালয়ের ১ জন ছাত্র ও ১ জন ছাত্রীর সাথে বহিরাগত ৩ জন (২ জন ছাত্র ও ১ জন ছাত্রী) শিক্ষার্থীসহ প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়ে।

প্রক্টরিয়াল টিমের সদস্যদের নিয়মিত টহলের সময় প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাদকদ্রব্যসহ (অ্যালকোহল) তাদেরকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রক্টরিয়াল টিম উভয় গ্রুপের শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করে এবং বহিরাগত শিক্ষার্থীদেরকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে।

উল্লেখ্য, প্রক্টরিয়াল টিমের হাতে মাদক দ্রব্যসহ ধরা পড়া অন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর