রংপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: January 2, 2025 |
inbound2119699814475010279
print news

মাসফিকুল হাসান, রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের তাজহাট থানাধীন দর্শনা এলাকা থেকে পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখা অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মাদক পরিমাপক ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী:

৯০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৯ গ্রাম), যার বাজারমূল্য আনুমানিক ১৮,০০০ টাকা। ৮৫০ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক ১৭,০০০ টাকা। মাদক বিক্রয়ের নগদ ১,২৫০ টাকা। ৪টি মোবাইল ফোন। একটি মাদক পরিমাপক ডিজিটাল যন্ত্র।

গ্রেফতারকৃত আসামিরা:

১। মোঃ ওসমান গনি (২৬), পিতা- শামছুল হক, মাতা- রেজিনা বেগম, সাং- মধুপুর হাজিপাড়া, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর।

২। মোঃ আনন্দ মিয়া (২৮), পিতা- খাইরুল ইসলাম, মাতা- মৃত আরজিনা, সাং- ঘাঘট পাড়া, থানা- তাজহাট, মহানগর রংপুর।

তাজহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর