ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

আপডেট: January 3, 2025 |
inbound939045168390480918
print news

কুবি প্রতিনিধি: ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “এটা কোনো রাজনৈতিক ব্যানারে হয়নি।

সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের (ছাত্রদলের) সম্প্রীতি বাড়াতে একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি।

inbound1490399628638559213

আর যেহেতু এটা একটি খেলাধুলা ছিল, কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না, তাই আমরা প্রশাসনকে সেভাবে অভিহিত করিনি।

উপহারটি শুধু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করিনি।”

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “খেলাধুলা করতে অনুমতি লাগে এটা আমরা জানতাম না। আর এটা কোনো দলের ব্যানারে করা হয়নি।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে শুধু একটি ম্যাচ আয়োজন করেছি, এর বাইরে কিছু না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা সেখানে গিয়ে তাদের কাছ থেকে জানতে পারি যে এই টুর্নামেন্ট সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হচ্ছে।

কিন্তু পরবর্তীতে ট্রফির বিষয়টি জানতে পারি। এ বিষয়ে আমরা রবিবার কথা বলব।”

উল্লেখ্য, গতবছরের ৮ই আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর