বিএসএফ পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের ঢোকাচ্ছে: মমতা

আপডেট: January 3, 2025 |
inbound7767188603063857133
print news

পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়ায় এক প্রশাসনিক সভায় তিনি এ অভিযোগ করেন।

মমতা বলেন, ‘বিএসএফের এই মনোভাবের পেছনে “কেন্দ্রীয় সরকারের নীলনকশা” আছে বলে মনে হচ্ছে।’

‘আমরা তথ্য পেয়েছি যে ইসলামপুর, সিতাই, চোপড়াসহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে। বিএসএফ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,’ বলেন তিনি।

বৈঠকে রাজ্যের পুলিশকে নিয়েও কড়া কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য পুলিশের একাংশ বিএসএফের সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকাচ্ছে।

আমি জানি আপনারা (পুলিশ) ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। আমাদের কাছে খবর আছে, বিএসএফ মালদার ইসলামপুর, সীতাই, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ নারীদের ওপর অত্যাচার করছে। পুলিশের দিক থেকে কেন কোনো প্রতিবাদ হচ্ছে না?

মমতা আরও বলেন, ‘এর পেছনে কেন্দ্রীয় সরকারের নীলনকশা আছে। কিন্তু গুন্ডারা ভারতে প্রবেশ করছে। আমি সীমান্তের দুই পাশেই শান্তি চাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক।’

অনুপ্রবেশকারীরা কোথায় অবস্থান করছে তা খুঁজে বের করতে তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা।

Share Now

এই বিভাগের আরও খবর