সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

আপডেট: January 4, 2025 |
inbound7228767977737227430
print news

মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশিসহ মোট ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দেবে দেশটির সামরিক বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সহিংসভাবে দমন করতে শুরু করলে দেশটিজুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

জান্তা সরকার এই বছর নির্বাচন করবে বলে জানিয়েছে। তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে প্রতারণা বলে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে এখনো দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চিও রয়েছেন।

৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির দায়ে ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

Share Now

এই বিভাগের আরও খবর