মার্কিন সংগীতশিল্পী স্যাম মুর আর নেই

আপডেট: January 12, 2025 |
boishakhinews 35
print news

‘সোল ম্যান’খ্যাত মার্কিন সংগীতশিল্পী স্যাম মুর মারা গেছেন। গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর এপি নিউজের।

স্যাম মুরের মুখপাত্র জেরেমি ওয়েস্টবি জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন স্যাম মুর। গত শুক্রবার সকালে কোরাল গ্যাবলসে মারা যান তিনি। তবে এরচেয়ে বেশি কিছু জানাননি জেরেমি।

‘হোল্ড অন, আই অ্যাম কামিং’খ্যাত এই গায়ক ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গান গাইতেন। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন এই জুটি। ৩৭ বছর আগে ডেভ মারা যাওয়ার পর তাদের জুটি ভেঙে যায়।

১৯৩৫ সালে মিয়ামিতে জন্মগ্রহণ করেন স্যাম। চার্চে সংগীত চর্চা করতেন। স্যাম মুর এবং ডেভ উভয়ই অভিজ্ঞ গসপেল সংগীত গায়ক ছিলেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর