ঠাকুরগাঁও সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 22, 2025 |
inbound7057872547645753039
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “মাদক, জুয়া, অন্যায়ের বিরুদ্ধে আমাদের মূলনীতি”এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুত বাজার এলাকায় সেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংসদের আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান হান্নু,ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সংগঠনটির আহবায়ক আনসারুল ইসলাম, জামান,হারুন, আব্দুল মজিদ, জাপানসহ আরো অনেকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান। একইসঙ্গে মাদক, জুয়া এবং সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর