আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে আশিক বন্ধুর লেখা গান

আপডেট: January 22, 2025 |
boishakhinews 37
print news

বরেণ্য গীতিকার ও সুরকার এবং চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানোর আজ ছয় বছর, আজ তার মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানোর পরপরই তাকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রকাশিত গান তুমি হয়েছো চির আড়াল ” ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সজীব দাসের সুর সঙ্গীতে গানটি গেয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে এবং শ্রদ্ধা জানিয়ে গানটি লেখার অনুভূতিতে আশিক বন্ধু বলেন- আমার বিনোদন সাংবাদিকতা এবং গান লেখার শুরু থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের খুব ভক্ত আমি। তার লেখা, গানের কথায় সবসময় অনুপ্রাণিত হয়েছি। এবং যখনই দেখা হতো আমাকে খুব স্নেহ করতেন, আমার কাঁধে হাত রেখে বলতেন-আশিক লেখালেখি কেমন চলছে, ভালো আছিস। এমন অনেক সুন্দর স্মৃতি সব সময় লালন করে আছি, থাকবো। তাই বুলবুল স্যারের স্মরণ ও ভালোবাসা জানিয়ে গানটি লিখেছি। আশা করছি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সকল ভক্ত স্রোতা শুভাকাঙ্ক্ষীরা গানটি শুনবেন এবং সব জায়গায় ছড়িয়ে দিবেন , শেয়ার করবেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর