ফের গানের জগতে ফিরছেন সাবিনা ইয়াসমীন

আপডেট: January 22, 2025 |
boishakhinews 39
print news

২০২৩ সালের পরে মঞ্চে গান গাইতে দেখা যায়নি বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘদিন ওরাল ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সাবিনা ইয়াসমিন জানান, ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তার অস্ত্রোপচার হয়। এরপরে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীন জানান, এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে তিনি মনোবল হারাননি।

চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না—বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘শেষ চার মাস অনেক কঠিন সময় ছিল। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় আমি এই অবস্থা কাটিয়ে ‍উঠবো। ভালো মানে চিকিৎসা পেয়েছি। এ সময় আমার বন্ধু, ছোট বোন যাই বলি না কেন সে হচ্ছে মিলিয়া সাবেদ। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম। আমার জন্য ও যা করে যাচ্ছে তার ঋণ শোধ করতে পারবো না।’’

৩১ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে সাবিনা ইয়াসমীনের। এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন তিনি। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন।

দীর্ঘ সময় পরে মঞ্চে গান গাওয়া নিয়ে এই শিল্পী জানিয়েছেন, আল্লাহর রহমতে গানে ফিরছেন। গান ছাড়া তিনি কিছু ভাবতে পারেন না। গানেই আনন্দ খুঁজে পান। মঞ্চে গান গাওয়ার পাশাপাশি নতুন গান রেকর্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে তার। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে সিনেমাটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সংগীতজীবনে এটিই তার একমাত্র সুর ও সংগীত পরিচালনা।

Share Now

এই বিভাগের আরও খবর