মা ও ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করবেন।’
প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার স্থানীয় সময় বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেখানেই মরহুম ভাইয়ের আত্মার মাগফেরাত ও অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান।
এ সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।