জয়পুরহাটে ফেব্রিকন ফ্যাশন এর ৮তম শো রুম এর উদ্বোধন

আপডেট: January 26, 2025 |
inbound6086638252055201481
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ফেব্রিকন ফ্যাশন এর ৮ তম কাপড়ের শো-রুম এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় জয়পুরহাট শহরের মাছুয়া বাজার সংলগ্ন  অগ্রণী ব্যাংক এর নিচ তলায় এই শো রুম এর উদ্বোধন করেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল আহমেদ লিও, ফেব্রিকন ফ্যাশন এর স্বত্বাধিকারী রবিউল ইসলাম, শো রুম এর ম্যানেজার আলী হাসান, সেলস ম্যানেজার মেহেদী হাসান।

inbound6675226973064979944

জয়পুরহাটে ৮ তম ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও আর ৭ টি ব্রাঞ্চ ঢাকা জেলাতে রয়েছে।

তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, আমার নিজ জেলায় এই শো রুমটি দিয়েছি।

জয়পুরহাট জেলায় মানসম্মত ও কোয়ালিটি সম্পূর্ণ পোশাক মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই শো রুম উদ্বোধন করা হয়েছে। আমরা নিজে পোশাক উৎপাদন করি এবং বাজারজাত করি।

Share Now

এই বিভাগের আরও খবর