আহমদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

আপডেট: January 30, 2025 |
inbound72569001811584982
print news

সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানির বরাতে সানার প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য আল শারাকে সরকার গঠনের জন্য ক্ষমতা দেয়া হয়েছে। অন্তর্বর্তী এই সময়ে তিনি দেশটির সরকার চালিয়ে নেবেন, যতক্ষণ না নতুন সংবিধান গৃহীত হয়।

আল শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা। গত মাসে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর এইচটিএস কার্যত সিরিয়ার চালকের আসনের রয়েছে।

এর আগে গতকাল বুধবার দামেস্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আল শারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেন। ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আহমেদ আল শারাকে প্রেসিডেন্ট করাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। যেমন আসাদের বাথ পার্টি, সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে দেয়া হয়েছে। আহমেদ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে; যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদনে আরও বলা হয়, এইটিএসসহ বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর