জাহিদ হাসানের নতুন নাটক ভাল্লাগেনা

আপডেট: January 31, 2025 |
boishakhinews 61
print news

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাহিদ হাসানের নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগেনা’। এটি বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন (শনি, রবি ও সোমবার) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে। হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল।

নাটকের গল্প প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, বিয়ে এক সামাজিক চুক্তি, যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়া-মমতা, স্নেহে ভরা সুখের সংসার।

তবে একই ছাদের নিচে থাকতে গেলে অনেক সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, হয় ঝগড়া-বিবাদও। কখনো কখনো সেই বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে।

আর এসব থেকেই কারো কারো বিয়ের প্রতি ভয় এবং অনীহা চলে আসে। তারা মনে করে বিয়ে মানেই একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া। এই বিয়েভীতি বা অনিহা এক ধরনের মানসিক রোগ- যাকে আমরা গ্যামোফোবিয়া নামে চিনে থাকি। যারা মানসিকভাবে এই ফোবিয়ায় আক্রান্ত তারা আসলে নতুন সম্পর্ক নিয়ে আতঙ্কে থাকেন, বিবাহিত জীবন নিয়ে ভয় কাজ করে। নিজের ব্যক্তিস্বাধীনতার জায়গাটুকু খর্ব হতে পারে কিংবা মানিয়ে চলা যাবে কিনা এ ধরনের ভয় কাজ করে তাদের মাঝে। এমন কিছু মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই নাটকের গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশা, তন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, কামরুন্নাহার রুমা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর