ঋণ জালিয়াতি : বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ

আপডেট: February 3, 2025 |
inbound5770963566700154819
print news

ঋণ জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ব বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে শেখ আবদুল হাই বাচ্চুসহ অন্যদের বিরুদ্ধে করা ৫৯ মামলার মধ্যে ১৪টিতে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম ‘স্বঃপ্রণোদিত’ হয়ে এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, ১৪টি মামলার একটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং বাকি ১৩টি মামলা অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে ছিল। এসব মামলার আসামি শেখ আব্দুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মামলাগুলো আদালত দুদককে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের দুই হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫৯টি মামলা করে দুদক। এসব মামলার কোনোটিতেই আসামি ছিলেন না ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। তবে অভিযোগ ছিল, বেসিক ব্যাংকের মত ভালো মানের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংককে নাজক অবস্থায় নিয়ে যাওয়ার হোতা ছিলেন তিনি।

প্রায় ৭ বছর তদন্ত শেষে ২০২৩ সালের জুনে ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এর মধ্যে ৫৮টিতে বাচ্চুর নাম আসে।

অভিযোগপত্রভুক্ত আসামির তালিকায় আছেন ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ জন গ্রাহক। তবে এসব মামলার কোনোটিতে পরিচালনা পর্ষদের কাউকে আসামি করেনি দুদক।

গত বছরের ৫ নভেম্বর বেসিক ব্যাংকের প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের চার সদস্যকে ২ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন।

বাচ্চুর পরিবারের চার সদস্য হলেন তার স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর