বগুড়ায় র্যাবের অভিযানে মাদক পাচারকালে নারীসহ আটক ০৩


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে সদর থানা এলাকার ঠেঙ্গামারা হতে নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। সেই সাথে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার একটি অভিযানিক দল, সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের ঠেঙ্গামারা পশ্চিমপাড়া গ্রামস্হ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন হিলি(দক্ষিণপাড়া) এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ আনারুল(২০),একই এলাকার মৃত-গোলাম মর্তাজা এর ছেলে মোঃ সজিব আহমেদ(২৭) এবং সজিব আহমেদের স্ত্রী মোছাঃ খালেদা খাতুন(২২)।
এসময় তাদের কাছ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল, পাঁচটি মোবাইল, পাঁচটি সীমকার্ড ও একটি বোরকা উদ্ধার করা হয়। র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশিত করেছেন।
র্যাবের পঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,র্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,রংপুর হতে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রায়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিয়া বগুড়ার দিকে আসিতেছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ইন্ট ইউং এর সহযোগিতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া এর দিকনির্দেশনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় র্যাবের একটি আভিযানিক দল বগুড়া জেলা সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের ঠেঙ্গামারা পশ্চিমাপাড়া গ্রামস্হ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, গ্রেফতারকৃতরা আসামীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।