জাবির এক্সপ্লোরার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা


জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বেচ্ছাসেবক কমিটি এক্সপ্লোরার্স ক্লাবের ২০২৫-২৬ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন – সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক- তাজহারুল ইসলাম সজীব। তারা দু’জনেই ৪৮ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সহযোগী অধ্যাপক মো. নুরুল কবির ভুঁইয়া ১৭ তম কমিটি ঘোষণা করেন। আগামী ১ বছরে কমিটি তার দায়িত্ব পালন করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি- সামিয়া কবির, শাহ আজিজ আহমেদ, আলী জাকি শাহরিয়ার (সিএসই), নোশিন তাবাস্সুম পূর্বা, জাকারিয়া হাবিব হিমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক- সুমাইয়া অর্পি, শুভ্রা রায় পূজা, শরিফুল ইসলাম, মেহেদী হাসান শুভ, ফেরদৌস আল হাসান, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক- প্রদিপ কুমার হালদার, উপ-দপ্তর সম্পাদক- শারমিন নাহার সূচি, প্রচার সম্পাদক- তামান্না হাসান ঐশি, উপ-প্রচার সম্পাদক- আরফিনা আক্তার আখি, মাহফুজুল আলম চিন্ময়,অর্থ সম্পাদক- মারিয়া তাসনিম অমি, উপ-অর্থ সম্পাদক- মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- তাজরিমা তাবাসসুম প্রজ্ঞা, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- রিয়াজ আহমেদ, ভ্রমণ ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- মাহিদুল ইসলাম মাহিদ, উপ-ভ্রমণ ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- সামিউল আলিম সনেট, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- আশিকুর রহমান রাব্বী, উপ-সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- ইমতিয়াজ আহমেদ শিহাব, ক্রীড়া বিষয়ক সম্পাদক- আল-হাদী হোসেন সৌরভ, ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক- মো. শামীম ইসলাম, সহ-সম্পাদক- জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, শাহরিয়ার ইসলাম তুহিন, সুরঞ্জনা দাশ
এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন – সুমাইয়া হক, সাকিব হোসেন, পরান রায় অর্ক, তাফরিহা জেরিন রাকা, মেঘনা আক্তার, সানজিদা আক্তার রাইসা, কায়েস আহমেদ সাগর, মোজাম্মেল হোসেন, নাইম হোসেন, বিপুল রায়হান, শেখ কৌশিক জামান ধ্রুবো, রাশেদুল ইসলাম, নুসরাত জাহান বর্ষা, সেতু আক্তার, ওসমান গণি মারুফ, নাবিলা রহমান ইরা, সাদিয়া মারিয়াম, রোমান মিঞা।