ঝিমিয়ে পড়া বিদ্যালয়ে প্রাণের ছোঁয়া


নড়াইল প্রতিনিধি: নড়াইলে ঝিমিয়ে পড়া ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পুনরায় ফিরে পেল প্রাণের ছোঁয়া।
প্রতিষ্ঠানটি চরম বেখায়ালিপনা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। এ সংকট কাটাতে দীর্ঘদিন পর সোনার কাঠি হাতে নিয়ে উপস্থিত হন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ল্যাবরেটরি সাইন্টিস্ট ও বিশ্বস্বাস্থ্য সংস্থা Global Laboratory Initiative এর কোর গ্রুপের সাবেক সদস্য সরদার তানজির হোসেন।
তিনি গত ৩০ জানুয়ারি ২০২৫ গভর্নিং বডির সভাপতি হিসেবে ১ম সভা করে ৫ ও ৬ ফেব্রæয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ১০ ফেব্রুয়ারি অভিভাবক সমাবেশ ও বিগত ২০২৪ ও ২০২৫ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাফল্যের সহিত সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ সহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।
এসময় অভিভাবকগণ তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার নড়াইল প্রতিষ্ঠানে ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রতিষ্ঠানটির আর্থিক শৃঙ্খলা ফিরেয়ে আনা, বিদ্যালয়ে সরকারিভাবে ভবন নির্মানে সহায়তা এবং শিক্ষকদের মান সম্মত শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পরামর্শ দেন।
পরম উৎসহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হওয়ায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রানের ছোঁয়া লক্ষ্য করা যায়।