জীবনযাত্রা : তানভীরের কন্ঠে উঠে এল সমাজের বাস্তব চিত্র

আপডেট: February 18, 2025 |
inbound583093973143570714
print news

বাংলাদেশের তরুণ হিপ-হপ শিল্পীদের তালিকায় নতুন নাম তানভীর আহমেদ আলীফ পাটোয়ারী। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী তার সংগীত প্রতিভার মাধ্যমে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করছেন।

সম্প্রতি, তার লেখা ও সুরারোপিত গান ‘জীবনযাত্রা’ প্রকাশিত হয়েছে G Series Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যা সমাজের নৈতিক অবক্ষয়, বৈষম্য ও দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলেছে।

‘জীবনযাত্রা’ গানটি ২০১৯ সালে লেখা হলেও এবারই প্রথমবারের মতো কোনো মিউজিক কোম্পানির ব্যানারে প্রকাশিত হয়।

গানের মূল প্রতিপাদ্য সমাজে বিরাজমান বিভিন্ন অসঙ্গতি ও অবিচার। দুর্নীতি, নৈতিক অবক্ষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের দুর্ভোগের মতো বাস্তব বিষয়বস্তু এতে স্থান পেয়েছে।

গানের প্রথম লাইন দুই চোখে যা দেখছি, তা খাতা কলমে লিখছি —এর মাধ্যমে শিল্পী বাস্তবতাকে প্রতিফলিত করার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বিশ্বাস করেন, তার গান সমাজের নিপীড়িত ও অবহেলিত মানুষের কষ্টের কথা বলে এবং শ্রোতারা সহজেই এতে নিজেদের জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পান।

তানভীর আহমেদ আলীফ পাটোয়ারী সংগীতের পাশাপাশি সাংবাদিকতার সাথেও যুক্ত। সাংবাদিকতা পেশার মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি থাকার অভিজ্ঞতা তার গানের বিষয়বস্তু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সাংবাদিকতার দরুন আমি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শুনতে পারি। যখন বাস্তবধর্মী কোনো লেখা লিখতে চাই, তখন এই অভিজ্ঞতা আমাকে দারুণভাবে সাহায্য করে।

তিনি আরো বলেন বাংলাদেশের হিপ-হপ জগতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক দশক আগেও যখন র‍্যাপ গানকে অনেকেই নেতিবাচকভাবে দেখতেন, এখন এটি সমাজে জনপ্রিয় হয়ে উঠেছে।

তার পূর্ববর্তী গান ‘বৈষম্য’, যা আগস্ট মুভমেন্ট-এর পর বেশ আলোচিত হয়, ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল।

জীবনযাত্রা প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তানভীর আহমেদ আলীফ পাটোয়ারী।

তিনি বলেন, সব শ্রোতার কাছে পৌঁছানো সম্ভব না হলেও যারা গানটি শুনছেন, তারা সাদরে গ্রহণ করছেন। কারণ, আমি মূলত তাদের জীবনের কথাই তুলে ধরছি।

Share Now

এই বিভাগের আরও খবর