বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: February 18, 2025 |
inbound1291513362517831103
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ১০৫ বোতল ফেন্সিডিকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাঁদেরকে ১০৫ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপসহ গ্রেফতার করা হয়।

inbound1262586212965485853

গ্রেফতারকৃত মাদকআব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীর উত্তর বাসুদাবপুর গ্রামের মোঃ মতিউর রহমান খোকনের ছেলে মোঃ আসলাম শেখ(৩৩) ও একই থানার চন্ডিপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ জুয়েল রানা (৩২)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস ইনচার্জ সারওয়ার পারভেজ এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক একটার সময় বগুড়ার উপজেলার মোকামতলা এলাকার মুরাদপুরের বগুড়া-রংপুর মহাসড়কে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

তল্লাশি চলাকালে একটি ছোট পিকআপ ভ্যানে ধানের কুড়ার বস্তার ভিতরে বিশেষ কায়দায় রাখা ১০৫ বোতল ফেন্সিডিলসহ আকাশ ও রানাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান,এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্হা চলমান।

Share Now

এই বিভাগের আরও খবর