জয়পুরহাটে তাতীঁদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট: February 18, 2025 |
inbound2365335314020704508
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী তাতীঁদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে একটি  র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  সকালে জেলা তাতীঁদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

তাতীঁদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ বাবু, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ শুভ প্রমুখ।

জেলা তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বলেন, তাতীঁদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও আবুল কালাম আজাদ সদস্য সচিব  হাজী মজিবর রহমানের এর বিরুদ্ধে  একটি কু-চক্রি মহল সুনাম ক্ষুন্ন করার পায়তারা করছে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর