স্টুডিওতে ছবি তুলতে গিয়ে মাদ্রাসা ছাত্রী যৌন হয়ারানী, আটক ১

আপডেট: February 23, 2025 |
inbound2274250198398383454
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরে এক স্টুডিওতে ছবি তুলতে গেলে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ গেছে স্টুডিওর  কর্মচারীর বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকার স্টুডিও ঝিলিকে ওই ঘটনা ঘটেছে।

ওই ছাত্রী স্থানীয় সৈয়দ আলী ইসলামিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী। ভিক্টিম ছাত্রী তার বাবা—মা’র সঙ্গে স্থানীয় জব্বর আলীর বাড়িতে ভাড়া থাকে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্টুডিওর কর্মচারী হাসানকে আটক করেছে পুলিশ। হাসান (২৮), পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

ধর্ষিতার বাবা জানান, মাদ্রাসার কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে বাসার পাশে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়।

কিন্তু আধা ঘন্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। স্টুডিও’র ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো ছিল।

পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়ের হিজাব খোলা আর হাসান তার পরনের কাপড় গুছাচ্ছে।

এমতাবস্থায় স্টুডিও কর্মচারী হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এসময় তাকে আটকে বাসন থানা পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

বাসন থানার এস.আই মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Share Now

এই বিভাগের আরও খবর