ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

আপডেট: February 24, 2025 |
boishakhinews 51
print news

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেমের গুঞ্জন বহু পুরোনো। যদিও তা কখনো স্বীকার করেননি এই যুগল। সর্বশেষ গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। পাশাপাশি প্রেম ও বিয়ের গল্প সংক্ষেপে জানিয়েছেন ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেত্রী।

শুরুতে মেহজাবীন চৌধুরী বলেন, “২০১২ সালের ৯ এপ্রিল, আঁকাবাঁকা দাঁত আর সুন্দর হাসিওয়ালা একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তখন একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ে। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম। তারপর সে চলে যায়। আর যাওয়ার সময়ে আমার হৃদয়ের একটা টুকরো তার সঙ্গে চলে যায়। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলাম—এটাই ছিল।”

“১৩ বছর পর, আজ আমরা এখানে, একসঙ্গে বেড়ে উঠছি। তারা বলেন, সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়— আমরা প্রায় দ্বিগুণ অতিক্রম করেছি।” বলেন মেহজাবীন চৌধুরী।

বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধনে চিরতরে সিলমোহর দিয়েছি। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে সারা জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।”

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমরা যেন সারাজীবন আনন্দের সঙ্গে একত্রে কাটাতে পারি, নতুন অধ্যায় শুরু করে আপনাদের কাছে সেই প্রার্থনা কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর