বগুড়ায় শিক্ষকের ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা, কাঁদলেন ও কাঁদালেন

আপডেট: February 25, 2025 |
inbound4596126118794321642
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা ইলিয়াস আলীকে “রাজকীয়”বিদায় দেওয়া হয়েছে।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে তাঁকে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা জীবনের আজ সোমবার ছিলো তাঁর শেষ কর্মদিবস। এর আগে বেলা ১০টার শিক্ষক ইয়াসিন আলীর অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারিসহ স্হানীয় এলাকাবাসী।

এটিকে শিক্ষকের প্রতি ভালোবাস এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা।

চাকরি জীবনের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মাওলানা ইয়াসিন আলী বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা।

তিনি ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর এই মাদ্রাসায় কর্মরত ছিলেন। এর আগে ৬ বছর স্হানীয় খামারকান্দি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।

আজ সোমবার ছিলো সহকারী মৌলভী শিক্ষক ইয়াসিন আলীর মাদ্রাসায় চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাই তাঁকে বিদায় জানাতে সাজানো হয় মাদ্রাসা প্রাঙন।

আলোচনা সভার পর তাঁকে জানানো হয় সম্মাননা।পরে প্রিয় শিক্ষককে কর্মস্হল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে।

টমটম গাড়ির আগে-পিছে শিক্ষার্থী ও সহকর্মীদের ছিলো মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের বহর।

গাড়িতে ওঠার সময় বিদায়ী শিক্ষক ইয়াসিন আলীকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়।

প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে বিদায়ী শিক্ষক ইয়াসিন আলী আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,আমি বিদায় নিচ্ছি কিন্তু দোয়া রেখে গেলাম তোমরা নিজেদেরকে আদর্শবান এবং মানবিক মানুষ হিসাবে গড়ে তুলবে।

তিনি যখন এমন উপদেশ দিচ্ছিলেন তখন শিক্ষার্থারা কাঁদ ছিলেন।

শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান বলন,বিদায় বড় কষ্টের তবুও মানতে হবে।আমাকেও একদিন এভাবে বিদায়,নিতে হবে।

একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাঁকে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে নিজ বাড়ি পৌঁছে দিলেন সহকর্মী ও শিক্ষার‍্যথীরা।

জমকালো এই ব্যতিক্রমী আয়োজন স্মরনীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হাই বারি,মাওলানা আমানুল্লাহ, আবু জাফর, একে আজাদ, মোহাম্মদ আলী,শাহীন আলম,সমাজ সেবক আবুল কাশেম মন্ডল,আবুল হোসেন,শফিকুল ইসলাম মিঠুসহ প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর