রাফী-তমার চুপিসারে বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়

আপডেট: March 4, 2025 |
boishakhinews 12
print news

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন পুরোনো। মাঝে শোনা যায়, তাদের সম্পর্কে ছেদ পড়েছে। তবে এসবই এখন অতীত। নতুন করে খবর চাউর হয়েছে, রাফী-তমা চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেন পরিচালক-নায়িকা; সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ তৈরি হয়েছিল।সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব ছবি ছড়িয়ে পড়ার পর তমা-রাফীর বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় উড়ছে। নেটিজেনরাও নিজেদের মতো করে নানা ধরনের মন্তব্য করছেন। গোপন বিয়ে-সংসার নিয়েও নানা চর্চা চলছে; যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও নীরবতা ভেঙেছেন এই নায়িকা।

মঙ্গলবার (৪ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তমা মির্জা। তাতে তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার।”

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমা মির্জা বলেন, “তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তমার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

Share Now

এই বিভাগের আরও খবর