জুলাই আন্দোলনে আহতদের নিয়ে জাবি শিবিরের ইফতার আয়োজন


জাবি প্রতিনিধি: জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবির সেক্রেটারী মুস্তাফিজুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ।
এখানে অসংখ্য শিক্ষার্থীরা দুর্গ গড়ে তুলেছিলো, আহত-গুলিবিদ্ধ হয়েছিলো অনেকেই। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরব।
তাদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তাদের ত্যাগের নজরানা জাবিসহ সারাদেশের শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে প্রেরণা যোগাবে বলে আমরা মনে করি।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত ইতিহাস বিভাগের অধ্যাপক খো: লুৎফুল এলাহী, বিশেষ অতিথি শহীদ আলিফ আহমেদের পিতা। এছাড়াও শাখা শিবিরের সভাপতি, অফিস সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।