হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ০১

আপডেট: March 7, 2025 |
inbound4875244395458906231
print news

হাতীবান্ধা সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই উপজেলার জালালের তেল পাম্প এলাকায় আলাউদ্দিন হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরন করা হয়।

এ ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা পুলিশ।

জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।

সেই মামলার একজন আসামী হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন।

ওই মামলার জের ধরে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র,আল- মদিনা ফার্মাসিটিক্যালস এর স্থানীয় প্রতিনিধি মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা চালায়।

অপর একটি সুত্র বলছে, কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন।

পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন জানান, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন জানান, এ হামলার ঘটনায় যারা ইন্ধন দিয়েছেন তাদের ও আইনের আওতায় নিয়ে আসতে হবে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর