বগুড়ার শেরপুর ডাকাতির প্রস্তুতিকালে ছয় যুবক গ্রেফতার

আপডেট: March 8, 2025 |
inbound286787957138920090
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সোয়া ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শেরপুর উপজেলার বড় ফুলবাড়ি এলাকার জাহিদুল ইসলামের ছেলে মোঃ ওমর ফারুক(২৩), একই এলাকার সিদ্দিকের ছেলে জাকির আহম্মেদ ওরফে জনি (২১),বাদশা মিয়ার ছেলে মোঃ সামিউল( ১৯), আনিছুর রহমান ওরফে খাজার এর ছেলে মেহেদী হাসান রব্বানী (২৩),ছোট ফুলবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে আরফান আলীম(২৫) এবং জয়নগর এলাকার মৃত-গোলাম আজমের ছেলে আব্দুল গফ্ফার ওরফে সবুজ ( ১৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক।

ওসি শফিকুল ইসলাম শফিক এর নিটক বিষয়টি জানতে চাইতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালায়। অভিযান সময় সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৬ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক, দুটি স্লাই রেঞ্জ,১৪ ইঞ্চি লম্বা তালা কাটার কাঁচি, দশ হাত লম্বা নাইলনের রশি ও হলুদ রঙের কসটেপ, দেশীয় তৈরি ১৮ ইঞ্চি লম্বা চাইনিজ কুড়াল,১৩ ইঞ্চি লম্বা ছোরা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের কর আজ শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর