টানা দুই ম্যাচ জিতল আবাহনী


সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছিলেন আল-আমিন জুনিয়র। কিন্তু তার সেঞ্চুরি পাওয়ার দিনটি রাঙাতে পারেননি বোলাররা। আবাহনী অনায়েসে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাতে বৃথা যায় আল-আমিনের সেঞ্চুরি। দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ২৬০ রান তুলতে পারে। দলটির অধিনায়ক আল-আমিন জুনিয়র ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন ফয়সাল। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
আবাহনীর হয়ে বল হাতে ৩ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান। ২টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বোলাররা লক্ষ্য নাগালে রাখায় ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়েছে। উদ্বোধনী জুটিতে জিসান ও পারভেজ হোসেন ইমন ৬২ রান যোগ করেন। জিসান ৩২ রান করে ফেরেন সাজঘরে। ইমন আউট হন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে। সেখান থেকে শান্তর ৩৭, মোহাম্মদ মিঠুনের ৫৬ রানে আবাহনীর জয়ের পথ সহজ হয়ে যায়। রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে ফয়সাল নেন ২ উইকেট।
প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ভালো অবস্থানে আবাহনী। রূপগঞ্জ টাইগার্স তিন ম্যাচে জয় পায়নি একটিতেও।