চেন্নাইয়ে বিশাল ইফতার পার্টির আয়োজন করলেন থালাপতি বিজয়

আপডেট: March 9, 2025 |
boishakhinews 24
print news

পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে তার একটি ভিডিও। যেখানে এই অভিনেতাকে দেখা গেছে ইসলামি পোশাকে।

শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম’র উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও মাথায় টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নেন থালাপতি। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

থালাপতি বিজয় জনপ্রিয় নায়ক হয়েও শোবিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে রাজনীতিতে পা রেখেছেন। গঠন করছেন নিজের রাজনৈতিক দল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলট গঠনের ঘোষণা দিয়ে তিনি সামনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর