বগুড়ার শিবগঞ্জে দুর্যোগ প্রস্তুিত দিবস পালিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা দুর্যোগ প্রস্তুিত দিবস উপলক্ষ্য বনাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০মার্চ (সোমবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের
আয়োজনে “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুিত,বাঁচান প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক বনঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসলিমুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ফায়ার স্টেশন কর্মকর্তা মোত্তালিব।
পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নিবাপন,ভূমিকম্প মোকাবেলা সহ বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়।