ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার

আপডেট: March 11, 2025 |
inbound3585274866439361398
print news

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।

হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসে অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। মে মাসের ১২ তারিখে অনুষ্ঠেয় ফিলিপাইনের সিনেটের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার কাজে হংকং গিয়েছিলেন দুতের্তে।

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালে দেশটিতে মামকবিরোধী অভিযানের নামে হাজারও মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হতে পারেন এরকম খবরের জবাবে এর আগে ৭৯ বছর বয়সী দুতের্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে রাজি আছেন।

তার গ্রেপ্তারকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছে ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর হিউম্যান রাইটস।

তবে ফিলিপাইন আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ায় এই গ্রেপ্তার ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় দুতের্তের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী সালভাদর পানেলো।

তবে আইসিসি বলেছে, ফিলিপাইন তার সদস্যপদ প্রত্যাহারের আগেই মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটায় এই গ্রেপ্তারের এখতিয়ার তাদের আছে।

সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর