সৈয়দ মঞ্জুর এলাহী মরদেহ রাতেই ঢাকায় আসছে, শায়িত হবেন বনানী কবরস্থানে


বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ আজ বুধবার রাতেই দেশে আনা হচ্ছে।
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আজ রাত ১০টা ২০ মিনিটে তাঁর মরদেহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সিঙ্গাপুর থেকে এ তথ্য প্রথম আলোকে জানিয়েছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর।
সৈয়দ মঞ্জুর এলাহী ৮৩ বছর বয়সে আজ বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে (সিঙ্গাপুর সময় ৯টা ৩১ মিনিট) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
আজ সকালে তাঁর মৃত্যুর সময় সেখানে তাঁর সঙ্গে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আজ রাতে তাঁর বাবার মরদেহ দেশে আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আগামীকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফন করা হবে বনানী করবস্থানে আমাদের মায়ের (নিলুফার মঞ্জুর) কবরের পাশে।’
সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তাঁর হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার বিদেশযাত্রা (রপ্তানি) শুরু।
রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তাঁর প্রতিষ্ঠান অ্যাপেক্স।