ঈদের সিনেমা জংলি-এর টিজারে সিয়াম আহমেদ

আপডেট: March 14, 2025 |
boishakhinews 32
print news

ঈদের সিনেমা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’-এর টিজার। টিজারে দেখা গেছে, পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উষ্কুখুষ্ক লম্বা চুলদাড়ি! সেইসঙ্গে অ্যাকশন আঙ্গিকে হাজির হলেন সিয়াম।

এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই আসে জবাব, ‘পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি’!

প্রকাশিত টিজারটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নানারকম মন্তব্য করছেন দর্শক।

বলছেন, দুর্দান্ত লেগেছে। দর্শকের প্রত্যাশা, ‘জংলি’ হতে পারে সিয়ামের কামব্যাক প্রজেক্ট।
‘জংলি’ প্রসঙ্গে সিয়াম আগেই জানিয়েছিলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিয়াম ছাড়াও ‘জংলি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর