সান্তাহারে প্যান্টের পকেটে মিলল ইয়াবা, দুই যুবক গ্রেপ্তার

আপডেট: March 17, 2025 |
inbound3159645157995363462
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফাঁড়ি পুলিশ শনিবার রাতে টহলের সময় দুই মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলের তিলকপুর ইউনিয়নের ভাটকুড়ি গ্রামের মৃত_ফজলুল হকের ছেলে মোঃ ইদুল হোসেন(৩৫) ও একই এলাকার মৃত- আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রুপক হোসেন(৩২)।

আজ রোববার দুপুরে তাদেরকে আদমদিঘী থানায় মসদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার ফাঁড়ি থানার এসআই বকুল হোসেন জানান, শনিবার রাত আড়ই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের হবীর মোড় তিনমাথা এলাকায় মাদক বিক্রির জন্য দুই যুবক অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এসময় তাদেরকে আটক করে দু’জনের দেহ তল্লাশী কালে উভয়ের প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মুড়ানো ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু অন্তে আজ রোববার দুপুরের তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর