সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: March 18, 2025 |
inbound7104585220890070206
print news

পবিত্র রমজান মাসের মহিমান্বিত পরিবেশে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও গণমাধ্যম ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল।

বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিলনমেলায় শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাব সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিকাল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন সাংবাদিক ও গণমাধ্যম ক্লাবের সদস্য শাহরিয়া আহমেদ নয়ন। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে ক্লাবের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকতা বিভাগের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর আব্দুর রহমান।

তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন ছাত্রদের উদ্যোগই ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। সাংবাদিকতা বিভাগ যদিও তুলনামূলকভাবে নতুন, তবে শিক্ষার্থীদের কর্মোদ্যম ও আগ্রহ আমাদের গর্বিত করে।

আমি আশা করি, ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনে অংশ নেবো এবং একে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাবো।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের লেকচারার ইন্দর কুমার জিদুয়ার, নেভার আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ আবিদ, এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও গণমাধ্যম ক্লাবের মডারেটর ও সভাপতি শুভ চন্দ্রশীল এবং সদস্য সচিব জাকির হোসেন।

সাংবাদিক ও গণমাধ্যম ক্লাবের সভাপতি শুভ চন্দ্রশীল বলেন রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের শেখায় একতা, সহযোগিতা ও মানবিকতা।

আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি সুযোগ। আমরা চাই, আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন হোক।

Share Now

এই বিভাগের আরও খবর