তিন দিনে গাজায় নিহত প্রায় ৬০০

আপডেট: March 21, 2025 |
inbound2038148099864223624
print news

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ দিকের রাফাহ শহরের শাবৌরা এলাকায় বৃহস্পতিবার স্থল অভিযান চালিয়েছে। একইসঙ্গে উত্তর দিকের বেইত লাহিয়াতেও হামলা করেছে।

মঙ্গলবার ইসরায়েল গাজায় নতুন করে ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করে। এর মধ্যেই নতুন করে স্থল হামলা চালানো হলো। গাজার তথ্য অফিস জানায়, ইসরায়েলের হামলায় গত তিনদিনে অন্তত ৫৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রগুলো বলছে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তি পুরোপুরি কার্যকর করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গাজায় ইসরায়েলের নতুন হামলায় সমর্থন জানিয়েছেন। এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে তিনি লেখেন, হামাসের হাত থেকে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে।

যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, যে তারা তেল আবিবের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের যুদ্ধের ফলে এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি তথ্য অফিস তাদের হালনাগাদ পরিসংখ্যানে জানায়, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকেও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে।

সূত্র: আল জাজিরা।

Share Now

এই বিভাগের আরও খবর