আ. লীগ ইস্যুতে মাহফুজ আব্দুল্লাহর স্ট্যাটাস

আপডেট: March 22, 2025 |
inbound4780441442163195713
print news

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতার জুলাই ঐক্যই পারবে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকিয়ে দিতে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল শুক্রবার, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন।

মাহফুজ আলম পোস্টে লিখেছেন, “কিছু অ্যাডভাইজারের পক্ষ-বিপক্ষ কখন তৈরি হলো? কারা পদত্যাগ চেয়েছে এবং কাকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলা হলো? কেনইবা এসব বলা হলো? বিশেষ কারো নাম এখন গুরুত্বপূর্ণ নয়।

তবে ষড়যন্ত্র হয়েছিল এবং তা এখনো চলমান! তবুও, চলুন বিচার ও সংস্কারের পক্ষে কাজ করি। শহীদ-আহতদের স্পৃহা এবং চৈতন্যের বাংলাদেশ গড়ে তুলি।

এখনো সময় শেষ হয়নি, সবার জন্য শুধরানোর সময় এখনও আছে। জুলাইয়ের মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও সুযোগ রয়েছে।

ছাত্ররা এক হোন, আবার ঐক্যবদ্ধ হন। আমাদের বিরুদ্ধে, এই প্রজন্মের বিরুদ্ধে, ‘বাচ্চাকাচ্চাদের’ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এটাই সত্য! আপনি রুখে দাঁড়ান এবং জবাবদিহি ও সুবিচারের রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হোন।

একমাত্র ছাত্র-জনতার জুলাই ঐক্যই পারবে আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকিয়ে দিতে।”

তিনি আরো লেখেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে পুরোনো বন্দোবস্তের সব কলকবজা ভেঙে এগোতে হবে, না হলে কিছুই দীর্ঘমেয়াদে টিকবে না।

জুলাই প্রজন্মের একাংশ এস্টাবলিশমেন্টের ফাঁদে পড়েছে, এবং বিভিন্ন সেগমেন্টের ন্যায্য ক্ষোভকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে ব্যবহার করা হয়েছে।

আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে যাতে এস্টাবলিশমেন্ট অক্ষত থাকে, আর সেটা আছেও।

তাই আমাদের প্রজন্মের সব আবেগকে আওয়ামী লীগ, বিচার, সংস্কার প্রশ্নে নিবদ্ধ করে এস্টাবলিশমেন্টের বিপক্ষে এক নতুন দৃষ্টিভঙ্গি গড়তে হবে। জুলাই প্রজন্ম জিন্দাবাদ! ছাত্র-জনতার জুলাই ঐক্য জিন্দাবাদ।”

সূত্রঃ দৈনিক আমার দেশ

Share Now

এই বিভাগের আরও খবর